কোচবিহারের ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, জখম বেশ কয়েকজন
Posted onAuthorবঙ্গনিউজComments Off on কোচবিহারের ২টি বাসের মুখোমুখি সংঘর্ষ, জখম বেশ কয়েকজন
কোচবিহারের খাগড়াবাড়ি এলাকার তালতলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ। জানা গিয়েছে, বাসে চেপে পিকনিক করতে যাচ্ছিলেন যাত্রীরা। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বেশ কয়েকজন। জখমদের কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।