দেশ

জয়পুরে কোচিং সেন্টারে গ্যাস লিক, অসুস্থ ১০ পড়ুয়া

কোচিংয়ে পড়তে গিয়ে বিপত্তি! সেন্টারে গ্যাস লিক করায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করতে হল কমপক্ষে ১০ জন পড়ুয়াকে। দুর্ঘটনাটি ঘটে গতকাল রবিবার সন্ধ্যায় রাজস্থানের জয়পুর শহরের মহেশ নগর এলাকারই একটি কোচিং সেন্টারে। জানা যাচ্ছে, পড়ানো চলাকালীনই হঠাৎই  একটা বাজে গন্ধ আসতে শুরু করে। তার জেরে পড়ুয়াদের অস্বস্তি হতে শুরু করে। এর কিছুক্ষণ পরই একে একে বেশ কয়েকজন পড়ুয়ার শ্বাসকষ্টও শুরু করে। কেউ কেউ তো জ্ঞানও হারায়। আবার কারোর মাথা ব্যথা ও কারোও  বমিও হয়। এরপরই তড়িঘড়ি অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মোট ১০ জন পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আইসিইউ-তে ভর্তি দুই পড়ুয়া। বাকিদের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাাল সূত্রে জানা গিয়েছে। কিন্তু কোচিং সেন্টারে কীভাববে গ্যাস লিক হল?  কোচিং সেন্টারের পাশে থাকা ড্রেন বা নর্দমা থেকেই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। রান্নাঘরের জানালা খোলা থাকায়, সেখান থেকে বিষাক্ত গ্যাস ওই বাড়িতে ঢোকে এবং এর জেরেই অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া। এমনটাই প্রাথমিক তদন্তের পর অনুমান করছে পুলিস।