সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত গোটা দেশ। বিক্ষোভের আঁচ পড়েছে রাজধানীতেও। রবিবার নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাস্তায় নামেন দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষকরা। সেই বিক্ষোভে পুলিশে লাঠি চার্জ ও পরে টিয়ারগ্যাস ফাটানোর ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে৷ পুলিশের লাঠিচার্জের ফলে আহত হন বহু পড়ুয়া। অভিযোগ বিশ্ববিদ্যালের ক্যাম্পাসে লাইব্রেরিতে ঢুকে পড়ুয়াদের ব্যাপক মারধর করে পুলিশ। শেষ পর্যন্ত হাত উঁচু করে ক্যাম্পাস থেকে পড়ুয়াদের বের করে আনে পুলিশ। আটক করা হয় কমপক্ষে ১০০ পড়ুয়াকে। এবার জামিয়া মিলিয়া ইসলামিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়াল গোটা বলিউড ৷ বলিউডের তাবড় তারকারা ট্যুইটে গোটা ঘটনার প্রতিবাদে রীতিমতো গর্জে উঠল। পড়ুয়াদের উপর লাঠিচার্জ কেন করা হল, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন সেলিব্রিটিরা৷ অনুরাগ কাশ্যপ থেকে শুরু করে পূজা ভাট, কঙ্গনা সেনশর্মা, তপসি পান্নু, দিয়া মির্জা, আলি ফজল, রিচা চাড্ডা, বিক্রান্ত মাসে, সোনি রাজদান, স্বরা ভাস্করের মতো অভিনেতা পাশে দাঁড়াল জামিয়া ইসলামিয়ার পড়ুয়াদের ৷ পরিচালক অনুভব সিনহা ট্যুইট করে লিখলেন, ‘ডিয়ার আইকন, সিনেমা, খেলা, সাহিত্য, রাজনীতি ৷ আমরা এখন সরকারের চাকর !’ নিজের সোশ্যাল হ্যান্ডেলে জামিয়া মিলিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ৷ তিনি বলেন, যে ঘটনা ঘটছে পরপর, তাতে আর চুপ করে বসে থাকা যায় না৷ দেশের মধ্যে যা ঘটছে প্রতি নিয়ত, তাতে লজ্জায় মাথা নীচু হয়ে যাচ্ছে প্রত্যেকের৷ ট্যুইট করে তিনি লিখলেন, ‘আর চুপ করে থাকা যাচ্ছে না ৷ এ সরকার ফ্যাসিস্ট সরকার ৷’ কঙ্কনা সেনশর্মা লিখেছেন, ‘আমরা ছাত্রছাত্রীদের সঙ্গে আছি।’ পূজা ভাট লিখলেন, ‘দেশ জুড়ে আগুন জ্বলছে, এখন আর চুপ থাকার সময় নয় ৷’ তাপসী পান্নু ট্যুইট করে লিখলেন, ‘জামিয়া মিলিয়ার ভিডিও দেখে শোকাহত ৷ এটা কি তাহলে শেষের শুরু !’ দিল্লি পুলিশের ভূমিকার সমালোচনা করে স্বরা ভাস্কর লিখেছেন, ‘জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর কাঁদনে গ্যাস ছোড়া হল। হিংসার রোমহর্ষক এক উদাহরণ। পড়ুয়াদের সঙ্গে কেন অপরাধীদের মতো ব্যবহার করছে দিল্লি পুলিশ? ওদের কী হয়েছে?’ গোটা ঘটনাটিকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন স্বরা।অভিনেত্রী সায়নী গুপ্তা তো সরাসরি বলিউডের কয়েকজনকে ট্যাগ করে এই ঘটনার বিরুদ্ধে সরব হওয়ার অনুরোধ করেছেন। টুইটারে তিনি আয়ুষ্মান খুরানা, রণবীর সিং, করণ জোহর ও রাজকুমার রাওকে ট্যাগ করে লিখেছেন, ‘কেউ তো আওয়াজ তোলো! এই নৃশংসতা ও হিংসার ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মেসেজ বা ট্যুইট করে জানাও।’ জামিয়া মিলিয়ার পড়ুয়াদের পাশে দাঁড়ালেন JNU-র ছাত্রছাত্রীরা৷