ভারতের জিডিপির হার কমেই চলেছে। বর্তমানে সেটা নেমে দাঁড়িয়েছে ৪.৫ শতাংশে। অথচ এই নিয়ে কোনও ভ্রূক্ষেপই নেই কেন্দ্রের। না হলে শাসকদলের কোনও সাংসদ, সংসদে দাঁড়িয়ে বলতে পারেন না ভবিষ্যতে জিডিপি-র কোনও প্রয়োজন নেই। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও সোমবার লোকসভায় দাঁড়িয়ে এমনই বিতর্কিত মন্তব্য করে বসলেন বিজেপির নিশিকান্তা দুবে।কর সংক্রান্ত সংশোধনী বিল পেশের সময় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘১৯৩৪ সালে জিডিপি এসেছিল, তার আগে কোনও জিডিপি ছিল না। অর্থনীতিবিদ কুজনেট বলেছেন জিডিপি, কখনই বাইবেল-রামায়ন-মহাভারত নয়, যে সদা সত্য বলে ধরে নেওয়া হবে। ভবিষ্যতে অর্থনৈতিক সূচকের ক্ষেত্রে জিডিপি কখনই ব্যবহৃত হবে না। যাঁরা জিডিপি নিয়ে কথা বলছে, তাঁরা আসলে ভুল বলছে। এই দেশে জিডিপির কোনও গুরুত্ব নেই।’ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘মজবুত উন্নয়ন, মানুষের সুখ জিডিপি-র তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ।’