কলকাতা

টুইটার অ্যাকাউন্ট ব্লক সেলিমের! খুশি বাবুল

কলকাতাঃ বিতর্কিত পোস্টের অভিযোগে সিপিএম নেতা মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করেছে সংস্থাটি। শনিবার আচমকাই সিপিএমের পলিটব‍্যুরো সদস্য মহম্মদ সেলিমের টুইটার অ্যাকাউন্ট আচমকাই বন্ধ হয়ে যায়। এই ঘটনার জন্য বিজেপিকে দায়ী করেছে সিপিএম। যদিও বিজেপি এ বিষয়ে তাদের কোনও ভূমিকা নেই বলেই দাবি করেছে। তবে সেলিমের টুইট বন্ধ হওয়ার ঘটনায় খুব খুশি হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয়। ‘খুব খুশি হয়েছি’ বলে সোশ্যাল মিডিয়া আক্রমণাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন বাবুল। তিনি লেখেন, ‘আমি খুব খুশি হয়েছি এই নোংরা রাজনীতিকের টুইটার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাওয়ায়। মানুষ এদের ভোট দিয়ে সংসদের বাইরে পাঠিয়ে দিয়েছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করে কু’কথা বলতে এরা দ্বিতীয় বার ভাবে না।”প্রসঙ্গত, বাবরি মসজিদ প্রসঙ্গে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ‍্যোতি বসুর বক্তব্য উদ্ধৃত করে গত ৫ অক্টোবর একটি টুইট করেন সেলিম। সিপিএমের অভিযোগ, এর পরেই বিজেপির আইটি সেল মিথ্যা অভিযোগ জানিয়ে সেলিমের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করিয়েছে। যদিও এমন অভিযোগ পত্রপাঠ নস্যাৎ করেছে বিজেপি। ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার পর জ‍্যোতি বসু বিজেপিকে ‘অসভ্য, বর্বর’ বলেছিলেন। সেলিম সে কথাই উদ্ধৃত করেছিলেন টুইটে। শনিবার দুপুরে তাঁর টুইটার হ‍্যান্ডেলটি বন্ধ হয়ে যায়। সেলিমের অভিযোগ ‘এর নেপথ্যে বিজেপির ভূমিকা রয়েছে। যখন জিয়াগঞ্জের ঘটনা নিয়ে ওরা মিথ্যা প্রচার করে ঘৃণা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, ভিডিয়ো বানিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রচার করছে, আমাদের রাজ্যের সরকার সাইবার সেল কোনও ব্যবস্থা নিচ্ছে না।‘ তিনি আরও বলেন, ‘যাদবপুরের ঘটনার পর উদ্যোগ নিয়ে যারা বিজেপির হয়ে ট্রোল করে সে রকম হাজারের বেশি ফেক অ্যাকাউন্ট বন্ধ করানো হয়েছিল। এখন আবার নতুন অ্যাকাউন্ট খুলতে হচ্ছে। সেই জ্বালায় এটা করেছে ওরা। কিন্তু এ ভাবে আমার কণ্ঠস্বর বন্ধ করা যাবে না।’