দেশ

তুমুল বিক্ষোভ চলছে অসমে, কারফিউ মেঘালয়ের একাধিক জায়গায়

নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে জ্বলছে অসম । একাধিক মিছিল, বনধ, বিক্ষোভের জেরে কার্যত স্তব্ধ রাজ্য । ইতিমধ্যে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে দু’জনের । প্রভাব পড়েছে মেঘালয়েও । দু’দিনের জন্য বন্ধ ইন্টারনেট পরিষেবা । জারি করা হয়েছে কারফিউ । বিক্ষোভ চরম আকার নিয়েছে মেঘালয়ে । দু’দিনের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে । শিলংয়ের একাধিক জায়গায় জারি করা হয়েছে কারফিউ। বিক্ষোভ চলাকালীন শিলংয়ের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা। বনধের জেরে শিলংয়ের পুলিশ বাজার এলাকায় সমস্ত দোকানপাট বন্ধ । শহরের রাস্তায় টর্চ র‌্যালি করে ক্ষুব্ধ জনতা । শিলং থেকে 250 কিলোমিটার দূরে উইলিয়ামনগরে মুখ্যমন্ত্রী কনরাড সাংমাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । চপার থেকে নেমে একজন স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় তাঁর কনভয়ের সামনে স্লোগান ওঠে কনরাড গো ব্যাক । মেঘালয় পুলিশ টুইটবার্তায় মানুষজনকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন । পাশাপাশি বলা হয়েছে, কেউ যেন কোনও ভুল তথ্য না ছড়ায়