কলকাতা

তৃতীয়াতেই বিজেপিতে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত

কলকাতাঃ জল্পনার অবসান। তৃতীয়াতেই গেরুয়া পতাকা হাতে তোলার অপেক্ষায় বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। সবকিছু ঠিক থাকলে মঙ্গলবারই অমিত শাহের হাত থেকে গেরুয়া পতাকা নেবেন সব্যসাচী। ওইদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহের সভা রয়েছে। রাজ্য বিজেপির নেতাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। সেই সভামঞ্চ থেকেই পাকাপাকিভাবে বিজেপিতে যোগ দেবেন তৃণমূলের ‘বিক্ষুব্ধ’ নেতা সব্যসাচী দত্ত।নাটক চলছিল বেশকিছু দিন ধরেই। এক পা এগিয়েও দু’পা পিছিয়ে যাচ্ছিলেন। ভাবটা এমন করছিলেন যেন আপাতত বিজেপিতে যাওয়ার কোনও পরিকল্পনাই নেই। কিন্তু তিনি যে বিজেপিতে ঘেঁসছেন তা তাঁর চালচলনেই স্পষ্ট হয়েছিল। দলবদলু আর এক নেতা মুকুল রায়ের সঙ্গে ঘনিষ্ঠতা ক্রমশই গাঢ় হচ্ছিল। বাড়ির পুজোয় বিজেপি নেতাদের আনাগোনাই বুঝিয়ে দিচ্ছিল কোন পথে পা বাড়াচ্ছেন তিনি। তবে মুখে তিনি কিছুই বলতে চাননি। এতদিন পরে কেন এমন সিদ্ধান্ত?  যোগদানের আগে সোমবার সব্যসাচী সংবাদমাধ্যমে বললেন, ‘পুজো বোনাস দিলাম’।অন্যদিকে, মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা করার পর সেখানেই দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বৈঠকে ডাকা হয়েছে দলের রাজ্য পদাধিকারী, জেলা সভাপতি, সাংসদ এবং লোকসভা ভোটের প্রার্থীদের। জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সভায় বক্তব্য রাখবেন অমিত শাহ।দলীয় সূত্রের খবর, পুজো মিটলেই পাড়ায় পাড়ায় এনআরসি এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে প্রচারে নামার কথা বিজেপির। তার আগে সব্যসাচীর বিজেপিতে যোগদান। এবার বিধাননগরের রাজনীতি কোন দিকে এগোবে তা জানতে অপেক্ষা ভবিষ্যতের।