দেশ

দিল্লির কোয়ারেন্টাইন সেন্টার থেকে দলে দলে পালালো মানুষ!

নয়াদিল্লিঃ রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ‘সময় এসেছে দিল্লিকে খোলার। আমরা করোনাকে সঙ্গী করেই স্বাভাবিক জীবনে ফিরব।’ আর দিল্লির মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরদিন, সোমবার দেশের রাজধানী দেখেছিল লকডাউনের মধ্যে দিল্লির রাজপথে গাড়ির ছড়াছড়ি। এবার সামনে এল ভয়ংকর দৃশ্য। দিল্লির কোয়ারেন্টাইন সেন্টার থেকে দলে-দলে পালাল করোনা সন্দেহে থাকা মানুষ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতেই দেখা গিয়েছে ওই পালানোর দৃশ্য। দিল্লির চাঁদ নগরে একটি সরকারি স্কুলকে কোয়ারানটিন সেন্টার হিসেবে গড়ে তুলেছিল। কিন্তু সেখানেই পাঁচিল টপকে দলে-দলে মানুষজন পালিয়ে গিয়েছেন বলে দেখা যাচ্ছে। যদিও দিল্লি সরকারের তরফে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।