কলকাতা

নারদকাণ্ডে আজ মুকুলের হাজিরার সম্ভাবনা

কলকাতাঃ প্রথমে ২ অক্টোবর পর্যন্ত সময় চেয়েছিলেন। কিন্তু নাছোড় সিবিআই। ফলে আজই নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার সম্ভাবনা বিজেপি নেতা মুকুল রায়ের। মহালয়ায় তর্পণের সময় শেষ হলেই সিবিআই দফতরে হাজিরা দেবেন তিনি। শুক্রবার সেই মর্মে একটি চিঠিও তদন্তকারীদের দিয়েছেন বিজেপি নেতা।অন্যদিকে, নারদকাণ্ডে ম্যাথু স্যামুয়েলকেও ডেকে পাঠিয়েছেন সিবিআই গোয়েন্দা। সূত্রের খবর, ম্যাথু স্যামুয়েল কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে আবেদন জানিয়েছেন, মুকুল রায় এবং এসএমএইচ মির্জাকে তাঁর মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক।নারদকাণ্ডে মুকুল রায়কে শুক্রবার সকাল ১১টায় তাঁকে নিজাম প্যালেসে হাজিরায় নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন, এদিন হাজিরা দিতে পারবেন না। সময় চান ২ অক্টোবর পর্যন্ত। নাছোড় সিবিআই মুকুল রায়ের পাঠানো প্রতিনিধিদের হাতে ফের তলবের নোটিস ধরানো হয় শনিবার তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে। এরপর মুকুল জানান, তর্পণ শেষে তিনি হাজিরা দিতে পারবেন, তার আগে নয়।প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুরে মুকুল-ঘনিষ্ঠ আইপিএস এসএমএইচ মির্জা গ্রেফতার হওয়ার পরেই তাঁর ‘রক্তচাপ’ অনেকটাই নাকি বেড়ে গিয়েছিল। নিজের সাফাই গাইতে তড়িঘড়ি ডেকেছিলেন সাংবাদিক বৈঠক। ‘আমি টাকা নিয়েছি, এমন ছবি কেউ দেখাতে পারেনি। কাউকে টাকা লেনদেনের বিষয়ে পরামর্শও দিইনি।’ সেই সঙ্গে মির্জার গ্রেফতারিতে তাঁর উপরে কোনও চাপ নেই, তা বোঝাতে এও জানাতে ভুললেন না, ‘আমি চাই সত্য উদঘাটন হোক। আইন অনুযায়ী তদন্ত চলছে।’ কিন্তু সেই ‘রক্তচাপ’ একধাক্কায় বাড়িয়ে শুক্রবারই সকালে নিজাম প্যালেসে হাজিরার জন্য তাঁকে ডেকে পাঠায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, মির্জার সামনে বসিয়ে মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর তাতেই স্পষ্ট হবে অনেক সূত্র।