মালদা

নির্মল ইংরেজবাজার-সুন্দর ইংরেজবাজার, পৌরসভার উদ্যোগে অভিনব পদযাত্রা ও কর্মসূচি

হক জাফর ইমাম, মালদা: নির্মল ইংরেজ বাজার-সুন্দর ইংরেজ বাজার” এই ডাক দিয়ে শুক্রবার সকালে মালদহ জেলার ইংরেজবাজার পৌরসভা এক পদযাত্রার আয়োজন করে। মালদা শহরের টাউন হল ময়দান থেকে এই পদযাত্রা শুরু হয়। মিশন নির্মল বাংলা ও রাজ্য নগর জীবিকা মিশনের সংযুক্তিকরণ কর্মসূচির লক্ষ্যে জলের অপচয় বন্ধ করুন,প্লাস্টিক বর্জন করুন,পরিবেশ বান্ধব শহর গড়ে তুলতে পচনশীল বর্জ্য ও অপচনশীল বর্জ্য পৃথকীকরণ করে পরিবেশ সুন্দর করার ডাক দেওয়া হয় আজ এই পদযাত্রা থেকে। এই পদযাত্রায় সামিল হয়েছিলেনমালদা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ, পৌরসভার নির্বাহী বাস্তুকার চন্দন গুহ, ফিন্যান্স অফিসার তন্ময় দেব, ইংরেজ বাজার পৌরসভার অন্যান্য আধিকারিক ও স্বয়ংবর গোষ্ঠীর মহিলারা সহ মালদা শহরের বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। এই দিন মিছিলে নেতৃত্বদেন ইংরেজ বাজার পৌরসভার পৌরপ্রধান নীহার রঞ্জন ঘোষ। এছাড়াও এই দিনের অনুষ্ঠানে শহরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান করা হয়। এই দিনের অনুষ্ঠানে মালদা ইংরেজবাজার পৌরসভার পৌর প্রধান নিহার রঞ্জন ঘোষ তার মূল্যবান বক্তব্য বলেন আমাদের শহরে ক্রমেই কংক্রিটের বিস্তার হয়ে চলছে। সবুজ ধ্বংস হচ্ছে। আমাদের এই সুন্দর শহরের ভারসাম্য ফিরিয়ে আনতে গাছ লাগানো অত্যন্ত প্রয়োজন। তাই প্রত্যেকের হাতেই চারাগাছ তুলে দেওয়া হল। ভূগর্ভস্থ জল ক্রমেই কমে যাচ্ছে। আমাদের জলের অপচয় বন্ধ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে মালদা আক্রুরমনি করোনেশন হাই স্কুলকে প্রথম পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় রামকিঙ্কর বালিকা বিদ্যালয় কে। দ্বিতীয় পুরস্কার দেওয়া হয় বাঁশবাড়ি কৃষ্ণমোহন হাইস্কুলকে।