ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-এর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। আগামী ২৩ ডিসেম্বর দিল্লিতে প্রদান করা হবে জাতীয় পুরস্কার। গত বছর ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড-কে ঘিরে বিতর্ক ছড়িয়ে পড়ায় অসন্তোষ ব্যক্ত করেছিল রাষ্ট্রপতি ভবন। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ঘাড়েই দোষ চপিয়েছিল তারা। এই বছর তাই আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বদলে এই বছর জাতীয় পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেবেন উপ-রাষ্ট্রপতি বেঙ্গাইয়া নায়ডু। গত বছরের অনুষ্ঠানে বিতর্কে জড়িয়ে পড়েন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মাত্র ১১ জনকে নিজে পুরস্কার তুলে দেন তিনি। অন্যদের হাতে তথ্য ও সম্প্রচার মন্ত্রী পুরস্কার তুলে দেবেন বলে জানানো হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অনুষ্ঠান বয়কট করেন ৬০ জন পুরস্কার প্রাপক। সেই তালিকায় ছিলেন নগরকীর্তন ছবির জন্য সেরা অভিনেতার সম্মান পাওয়া ঋদ্ধি সেনও।