মালদা

পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা রতুয়ায়

হক জাফর ইমাম, মালদা: পথ দুর্ঘটনায় মৃত্যুকে ঘিরে রণক্ষেত্র চেহারা নিলো মালদা রতুয়ার মহানন্দা টোলায়। সোমবার রতুয়া মহানন্দা টোলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় পরিমল মণ্ডলের ( ৪২ )। ঘটনাকে কেন্দ্র সোমবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই দুর্ঘটনা নিয়ে এই দিন সকালে স্থানীয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে গিয়েছিল এলাকার মানুষজন। কিন্তু পুলিশ কোনও অভিযোগ নিতে চায়নি। বিকেলে ময়না তদন্তের পর পরিমল মণ্ডলের বাড়িতে তাঁর মরদেহ পৌঁছয়। সাথে সাথে আবার পুলিশের কাছে অভিযোগ জানাতে যান এলাকাবাসীরা। কিন্তুু তখনও অভিযোগ নিতে পুলিশ টালবাহানা করে বলে অভিযোগ।

এর পরেই মহানন্দা টোলার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করা হয়েছে। মালদা রতুয়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে বাধা পায়। বরং তাদের উপরেও চড়াও হয় জনতা। বাধ্য হয়ে পুলিশকে বেধড়ক লাঠি চার্জ শুরু করতে হয়। উত্তেজিত জনতা পাল্টা ইট পাটকেল ছুঁড়তে থাকে পুলিশকে লক্ষ্য করে। অবশেষে চাঁচোলের এসডিপিও-র নেতৃত্বে র‍্যাফ নামে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে প্রথমে কাঁদানে গ্যাস ও পরে কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়। পুলিশের গুলিতে তিন জন জখম হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েক জন পুলিশ কর্মী ও জখম বলে খবর। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে।