দেশ

‘পশ্চিমবঙ্গে থেকে কেন ইস্টবেঙ্গলকে সমর্থন করছেন?’ ফের টুইট বিতর্কে তথাগত রায়

সারম্বরে পালিত হচ্ছে ইস্টবেঙ্গলের শতবার্ষিকী, এরই মধ্যে ফের বিতর্কিত টুইট করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। তিনি লিখলেন, ‘‌ইস্টবেঙ্গল অ্যাথলেটিক ক্লাব । এই ক্লাবের কর্মকর্তা থেকে সমর্থকরা কেন পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলকে সমর্থন করছেন?‌’‌ এই টুইটের পর বিতর্ক তীব্র হয়েছে। এর আগে বাঙালি মেয়েদের বার ডান্সার বলে অপমান করেছিলেন তথাগত রায়। সেবার টুইট করে বলেছিলেন, ‘‌বাংলার মেয়েরা মুম্বইয়ে গিয়ে বার ডান্সারের কাজ করছে। আর ছেলেরা সাফাইকর্মী হচ্ছে। তাহলে হিন্দিতে কথা বলতে আপত্তি কেন?‌’‌ মানে সোজা কথায় তিনি বোঝাতে চাইছেন লাল-হলুদ সমর্থকরা বাংলায় না থেকে বাংলাদেশ চলে যান। তবে টুইটের শুরুতে তিনি একটি ভুল করে ফেলেছেন। ইস্টবেঙ্গল ক্লাবের নামটাই ভুল লিখেছেন। কোন যুক্তিতে তিনি ইস্টবেঙ্গল নামের পাশে অ্যাথলেটিক ক্লাব জুড়লেন তা বোধগম্য হচ্ছে না বাংলার ক্রীড়ামহলের। তবে বিতর্ক তীব্র হয়েছে বিজেপির প্রাক্তন সাংসদের টুইটের পর। ইস্টবেঙ্গল ক্লাবের তরফেও এই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। যদিও ড্যামেজ কন্ট্রোল করতে এর পরেই একের পর এক টুইট করতে শুরু করেন তথাগত। সন্ধ্যের পর আবারও টুইট করে তিনি লিখেছেন, আমার কথার ভূল ব্যখ্যা করা হচ্ছে। আমি বলেছিলাম, আমরা ইস্টবেঙ্গলের সমর্থক।  সেখানে বলেন, ‘‌আমার কথায় অনেকেই মর্মাহত হয়েছেন। অনেক ইস্টবেঙ্গলের সমর্থক দুঃখ পেয়েছেন। আমি তার জন্য দুঃখিত। আমিও ইস্টবেঙ্গলের সমর্থক। আমার বেদনা থেকেই এই কথা বলেছি। অনেকে আমাকে কাঁচা গালাগালিও করেছেন, কী আর বলব, ক্ষোভের বহিঃপ্রকাশ বলে ধরে নিচ্ছি আর কি।’‌