পালাবদলের পর শরদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই
Posted onAuthorবঙ্গনিউজComments Off on পালাবদলের পর শরদ পাওয়ার জানিয়ে দিয়েছেন, এই ঘটনার সঙ্গে তাঁর দলের কোনও যোগ নেই
যদিও শপথ গ্রহণ প্রক্রিয়া হয়ে যায় শনিবার সকালে। যা থেকে শারদ পাওয়ার বলেছেন, মহারাষ্ট্রে বিজেপিকে সরকার গঠনে সমর্থন করা অজিত পাওয়ারের নিজের সিদ্ধান্ত। যার সঙ্গে এনসিপি জড়িত নয়। দলের তরফে তিনি জানিয়ে দেন, এনসিপি এই সিদ্ধান্তে সিলমোহর দিচ্ছে না।
Ajit Pawar's decision to support the BJP to form the Maharashtra Government is his personal decision and not that of the Nationalist Congress Party (NCP). We place on record that we do not support or endorse this decision of his.