দেশ

পি চিদম্বরমের আগাম জামিনের আবেদন খারিজ করল শীর্ষ আদালত

আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সোমবার তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। সোমবার সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলার প্রেক্ষিতে চিদম্বরমের বিশেষ আবেদন নিয়ে শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানির আগেই সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়ে ইডি জানিয়েছে, চিদম্বরম আর অন্যান্য ষড়যন্ত্রকারীদের অস্ট্রিয়া, আর্জেন্টিনা, গ্রিস, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, মোনাকো, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ফিলিপিনস, শ্রীলঙ্কা এবং স্পেনে ব্যাঙ্ক অ্যাকাউন্ট–সহ বিপুল সম্পত্তি রয়েছে। সেই তথ্য–প্রমাণও রয়েছে। এই আর্থিক দুর্নীতির মামলায় আইএনএক্স মিডিয়ার দুই প্রধান পিটার মুখার্জি এবং ইন্দ্রাণী মুখার্জির বয়ান রেকর্ড করেছে ইডি। এই বয়ানে দু’জনেই স্বীকার করেছেন, তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তাঁরা। চিদম্বরম তাঁদের কাছে মোটা টাকা ঘুষ চেয়েছিলেন বলেও দাবি করেছিলেন। তদন্তের স্বার্থে পাঁচটি দেশের কাছে তথ্য চেয়েছে সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।