মালদা

পে-ফিক্সেশান ও পে-প্রোটেকশানের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন

হক জাফর ইমাম, মালদাঃ পে ফিক্সেশান ও পে প্রোটেকশানের দাবি নিয়ে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার সোসিয়েশনের ।শুক্রবার “উস্থি ইউনাইটেড প্রাইমারী টিচার্স ওয়েলফেয়ার এ সোসিয়েশন” বিভিন্ন প্রান্তের কয়েক হাজার প্রাথমিক শিক্ষক এদিন মালদা টাউন হল ময়দানে জমায়েত হয়। সেখান থেকে মিছিল করে শিক্ষক রা মালদা শিক্ষা ভবনের সামনে উপস্থিত হয়। এদিন উস্হির মোট ছয় জন শিক্ষক ডিআই এর সঙ্গে দেখা করে ডেপুটেশন দেন।তারা হলো মানস গোস্বামী সৌগত লাহিড়ী বিশ্বজিৎ সরকার। তীর্থেন্দু মৈত্র ইয়াসির আজম মৌপিয়াসী মিশ্র। এদিন শিক্ষকরা ডি আই কে মুল যে দাবিগুলি জানাই সেগুলো হলো (১) শিক্ষকদের বেতন বৈষম্য দূর করতে ফিট্ ম্যন্ট ফ্যাক্টর দিয়ে বেতন কাঠামো পুনর্বিন্যাস করা। (২) ট্রেন্ড শিক্ষকদের বেতন কাঠামো একই রাখা। (৩)এনআইওএস থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দের শিক্ষকের ট্রেন্ড শিক্ষক বলে গণ্য করা।(৪) সরকারি পোর্টালে বেতন কাঠামো শিক্ষকদের যথাযথ যোগ্যতা উল্লেখ করা। ও (৫) আপটার গুরুত্বপূর্ন ফাউন্ডার মেম্বার মানষ গোস্বামীকে তার নিজস্ব বিদ্যালয়ে ফিরিয়ে আনা । এদিনের আন্দোলনে উপস্থিত ছিলেন উস্হির রাজ্য কমিটির সদস্য সৌগত লাহিড়ি । সৌগত জানিয়েছেন “একটি মানষ গোস্বামীকে বদলি করে প্রাথমিক শিক্ষক দের আন্দলন থামিয়ে রাখা যাভে না । আমাদের দাবি মত যতক্ষণ আমরা পি আর টি স্কেল না পাবো ততক্ষণ আমাদের আন্দলোন চলবে । দাবি পুরণ না হলে এর পর এই জেলার ৩৫০০ শিক্ষক বিদ্যালয় বন্ধ করে আন্দলনে নামবো ।” ডিআই সুনিতী সাপুই শিক্ষকদের দাবিগুলি প্রশাসনের উপরমহলে জানিয়েছেন।