হক জাফর ইমাম, মালদা: পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে এবং মিশন নির্মল বাংলা কে সামনে রেখে কালাচাঁদ হাই স্কুল মাঠে যে চার দিন ব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্ট খেলার আয়োজন করা হয়েছিল গত রবিবার এই নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ।এই ফাইনাল খেলায় মুখোমুখি হয় মালদা জেলার শ্রাবন্তী কালী সংঘ ভার্সেস সব্যসাচী সংঘ। টানটান উত্তেজনার মধ্যে খেলা চলতে থাকে এবং খেলার প্রথমার্ধেই শ্রাবন্তী কালী সব্যসাচী দলকে একটি গোল দিয়ে দেয় ফলে ১-০ গোলে চ্যাম্পিয়ন হয় শ্রাবন্তী কালি সংঘ। এই খেলাকে ঘিরে কালাচাঁদ হাই স্কুল মাঠে প্রচুর ফুটবলপ্রেমী লক্ষ করা যায় এবং এই ফাইনাল খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার পৌর প্রধান কার্তিক ঘোষ সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। খেলা শেষে পৌরপ্রধান কার্তিক ঘোষ খেলোয়াড় এবং দর্শকদের নিয়ে কালাচাঁদ মাঠে বেশ কিছু মেহেগুনি গাছের চারা রোপণ করেন এবং তিনি জানান যে মিশন নির্মল বাংলা কে সামনে রেখে তাদের এই উদ্যোগ ।সবশেষে এই খেলার রানার্স এবং চ্যাম্পিয়নদের হাতে আর্থিক অনুদান সমেত ট্রফি তুলে দেওয়া হয়।