
বড়দিনের জোয়ারে ভাসলো পার্কস্ট্রিট। বুধবার বিকেলের পর থেকেই জমজমাট পার্কস্ট্রিট। দলে দলে লোক চলেছেন সেইদিকে। শহরের সব রাস্তার গন্তব্য যেন একটাই। রাত যত বাড়ছে, তত ভিড়ের পরিমাণ বাড়ছে। প্রতি বছর যেন এই উন্মাদনা আরও বাড়ে। কেউ মাথায় বাহারি সান্তা টুপি, তো কেউ আবার চশমা পরেছেন। বাচ্চারা অবশ্য বেশি পছন্দ করছে হরিণের শিঙের মতো টুপি। কেউ বন্ধু-বান্ধবের সঙ্গে দলবেঁধে হুল্লোর করছেন, তো কেউ গিয়েছেন পরিবারের সঙ্গে। আবার কেউ নিজের প্রিয়জনের সঙ্গে। পার্কস্ট্রিট, বো ব্যারাক এলাকার রেস্তোরাঁ, পাব, নাইটক্লাবে তিল ধারনের জায়গা নেই। বাইরে পড়েছে বিশাল লাইন। বেশ কিছু জায়গায় অনুষ্ঠান চলছে। সেগুলো দেখতেও গিয়েছেন অনেকে। ক্লাব, রেস্তোরাঁর সঙ্গে পাল্লা দিয়ে ভিড় রয়েছে রাস্তার খাবারের দোকানগুলিতেও। আমজনতাকে নিরাপত্তা দিতে তৈরি কলকাতা পুলিশও। কেবলমাত্র পার্কস্ট্রিট চত্বরের দায়িত্বে রয়েছেন ৫ জন ডিসি। এছাড়াও সারা শহর জুড়ে বিশেষ করে পার্কস্ট্রিট এলাকায় নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশের বিশেষ টিম। রয়েছে সাদা পোশাকের পুলিশ এবং মহিলা পুলিশের বিশেষ টিমও। রয়েছে মহিলা পুলিশের সশস্ত্র বাহিনী ‘ওয়ারিয়র্স’। পার্কস্ট্রিট এলাকায় বসানো হয়েছে ১১টি ওয়াচ টাওয়ার। সেখান থেকে ক্রমাগত নজরদারি চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা। এছাড়াও বসানো হয়েছে প্রচুর সিসিটিভি। তাতে প্রতি মুহূর্তে নজরদারি চালাচ্ছে পুলিশ।




