দেশ

‘‌বন্দে ভারত এক্সপ্রেস’‌ বিদ্যুত্‍হীন অবস্থায় একঘণ্টা থমকে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের ট্রেন ‘‌বন্দে ভারত এক্সপ্রেস’‌-এ যাত্রীদের দুর্ভোগের মাত্রা বাড়িয়ে পাক্কা একঘণ্টা বিদ্যুত্‍হীন অবস্থায় মাঝপথে ঠায় দাঁড়িয়ে রইল। রবিবার বিকেল ৪.‌৫০ মিনিট নাগাদ প্রয়াগরাজ স্টেশনে ঢোকার ১০ মিনিট আগে হঠাত্‍ বারাণসী থেকে দিল্লিগামী ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। ট্রেনের ভিতর বিদ্যুত্‍ চলে যায়। এসি বন্ধ হয়ে যায়। রেল সূত্রে খবর ট্রেনের অক্সিলারি কনভার্টার বিকল হয়ে যাওয়ার ফলেই আলোপাখা, বিদ্যুত্‍ চলে যায় ট্রেনের। বদ্ধ কামরায় রীতিমতো দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেক যাত্রী, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা অসুস্থ বোধ করতে থাকেন। ট্রেনটিকে কোনওমতে টেনে নিয়ে আসা হয় প্রয়াগরাজ স্টেশন পর্যন্ত। তারপর অক্সিলারি কনভার্টারের যান্ত্রিক ত্রুটি ঠিক করার সন্ধ্যা ৬টা নাগাদ ফের রওনা দেয়