কলকাতা দেশ

ফের বঞ্চনা, বাংলা বাদ দিয়েই গুজরাতি সহ ৭ ভাষায় নিটের প্রসপেক্টাস

বিজেপি বাংলা ও বাঙালি আবেগকে গুরুত্ব দেয় না। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে এ নিয়ে মমতা তীব্র প্রতিবাদ করার পর জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার প্রশ্নপত্র বাংলাতেও করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। কিন্তু, বাংলা ভাষাভাষীদের যে পরীক্ষায় বরাবরই বঞ্চিত করার অভিযোগ উঠেছে, সেই ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় নিট পরীক্ষায় ফের বাংলা ভাষা ও ভাষা-ভাষীদের বঞ্চিত করার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। সম্প্রতি ছাত্রছাত্রীদের জন্য নিট বা ন্যাশনাল এন্ট্রান্স কাম এলিজিবিলিটি টেস্ট-এর ‘প্রসপেক্টাস’ প্রকাশ করেছে পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। উল্লেখযোগ্য বিষয় হল, এ বছর ইংরেজি ছাড়া আরও ছ’টি ভাষায় এই প্রসপেক্টাস প্রকাশ করেছে তারা। সেখানে অসমীয়া, কন্নড়, মারাঠি, ওড়িয়া, তামিল, গুজরাতিতে ইনফরমেশন বুলেটিন বা প্রসপেক্টাস প্রকাশ করা হলেও বাংলাকে বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ ছড়িয়েছে ছাত্রছাত্রী, অভিভাবক-অভিভাবিকা, নিট প্রস্তুতির সঙ্গে যুক্ত শিক্ষক-শিক্ষিকা সমস্ত মহলেই। ফাইল চিত্র।