কলকাতা

বিক্ষিপ্ত বৃষ্টি পূর্বাভাস

আন্দামানে যে নিম্নচাপটি তৈরি হতে চলেছে, তা এখনও পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে না বলেই মনে করছে আবহাওয়া দপ্তর। সেটি সরাসরি ভারতে না এসে, বাংলাদেশ ও মায়ানমারে সরে যাবে বলেই মনে করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়ার মধ্যে মালাক্কা প্রণালীতে যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, তা ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে সরে দক্ষিণ আন্দামান সাগরে ঢোকার কথা। সেখানেই শক্তি বাড়িয়ে তা নিম্নচাপে পরিণত হওয়ার কথা। ধীরে ধীরে তা গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উপর দিকে উঠে আসতে থাকবে।