ঝাড়খণ্ডে ভোটের ফলাফলের স্পষ্ট, পিছিয়ে পড়ছে বিজেপি। সরকারিভাবে ফলপ্রকাশের আগেই এদিন দুপুরে গেরুয়া ব্রিগেডকে কটাক্ষ করল তার একসময়কার মিত্র শিবসেনা। সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সমালোচনা করেই শিবসেনার সঞ্জয় রাউত বললেন, নাগরিকত্ব বিল বিজেপিকে সাহায্য করেনি। বরং তার জন্য বিজেপি আর একটি রাজ্য হারাল। মহারাষ্ট্রে কংগ্রেস ও এনসিপি-র সঙ্গে শিবসেনার জোট বাঁধার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন সঞ্জয় রাউত। তাঁর কথায়, ‘বিজেপি পাঁচ বছর ঝাড়খণ্ডে শাসন করেছে। মোদীজি ও অমিত শাহজি সেখানে পুর্ণ শক্তি নিয়োগ করেছিলেন। মোদীজির নামে বিজেপি ভোট চেয়েছিল। কিন্তু তার পরেও এই অবস্থা হল কেন? আসনে নতুন আইন বিজেপিকে সাহায্য করেনি। বরং তার জন্যই আর একটি রাজ্য তাদের হাতছাড়া হল।’ এরপর সঞ্জয় রাউত বলেন, ‘আমার মনে হয়, বিজেপির ভাবা উচিত, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড কেন তাদের হাতছাড়া হল।