মহারাষ্ট্রে তিনদিনের বিজেপি সরকার ভেঙে গিয়েছে। সেই ঘা দগদগেই। তার উপর ফের আঘাত দিলেন ‘বন্ধু’ অজিত পাওয়ার। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফড়নবিশ সরকার ভাঙতেই ফের শারদ পাওয়ারের ডাকে সাড়া দিয়ে ঘরে ফিরলেন ভাইপো অজিত। ফলে ভাঙা পাওয়ার পরিবার ফের জোড়া লেগে যাওয়ার সম্ভাবনা তৈরি হল মহারাষ্ট্রে। অজিত পাওয়ার এনসিপি পরিষদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর শিবির বদল করে বিজেপিকে সমর্থন জানায়। দেবেন্দ্র ফড়নবিশ এনসিপির সমর্থন নিয়ে সরকার গঠনের দাবি জানাতেই রাতারাতি রাষ্ট্রপতি শাসন তুলে শপথ গ্রহণ পর্যন্ত হয়ে যায়। কিন্তু শারদ পাওয়ার এরপর জানিয়ে দেন ওই সিদ্ধান্ত শুধু অজিতেরই, এনসিপির নয়। এরপর অজিতের শিবির ছেড়ে একে একে বিধায়করা শারদ শিবিরে ফিরতে শুরু করে। সোমবার ‘আমরা ১৬২’ শো-এ শারদ পাওয়ার দেখিয়ে দেন ৫০ জন এনসিপি বিধায়ক তাঁর সঙ্গে রয়েছেন। অজিত পাওয়ার প্রায় একা হয়ে গিয়েছেন। ওই সম্মেলন থেকেও শারদ পাওয়ার ভাইপোকে ফিরে আসার আহ্বান জানান। এদিন সুপ্রিম রায় শুনে দেবেন্দ্র ফড়নবিশ সরকারের পতন ঘটার পরই অজিত পাওয়ার পদত্যাগ করেন। এরই মধ্যেই মহাজোট শিবিরের সম্মেলনে অজিত দাদা ফিরে এসো দাবি ওঠে। প্ল্যাকার্ড হাতেও দেখা যায় অজিত ঘনিষ্ঠ বিধায়কদের। এরপর অজিত পাওয়ার দেখা করেন শারদ পাওয়ারের সঙ্গে। মঙ্গলবার সন্ধ্যায় শারদ পাওয়ারের বাসভবন যান অজিত। কাকার সঙ্গে দেখা করেন। কাকার কথায় মানভঞ্জন হয় অজিতের। অজিত যে ফিরে আসছেন, তা স্পষ্ট হয়ে যায় তাঁর আগমনে। কাকা-ভাইপোর সম্পর্কও ফের জোড়া লাগে। এনসিপি ফের সঙ্ঘবদ্ধ হতে চলেছে এই বৈঠকের পর মনে করছে রাজনৈতিক মহল। খুশি এনসিপির অজিত-অনুগামীরা।