কলকাতা

মুখ বেঁধে, জয়শ্রীরাম ধ্বনিতে আচমকা হামলা মহিলাদের উপর, আক্রান্ত কবি জয় গোস্বামীর মেয়েও

কলকাতাঃ বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়ে জখম হলেন কবি জয় গোস্বামীর মেয়ে দেবত্রী গোস্বামী। ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে, লাঠি হাতে, তাঁর উপর এবং তাঁর সঙ্গে থাকা মহিলাদের উপর চড়াও হয় আট জন দুষ্কৃতীর একটি দল! এমনই অভিযোগ উঠল রবিবার সন্ধেয় খোদ কলকাতার বুকে, বাঘাযতীন এলাকায়। সূত্রের খবর, দেবত্রী গোস্বামী ও তাঁর সঙ্গীসাথীরা মিলে এনআরসি নিয়ে সচেতনতা প্রচার করছিলেন যাদবপুর ও সংলগ্ন এলাকায়। ১৫-২০ জনের দল ছিলেন তাঁরা। বেশিরভাগই মহিলা। কয়েক জন বয়স্ক মানুষও ছিলেন। গাঙ্গুলিবাগান থেকে বাঘাযতীন এক নম্বর কলোনি অবধি গিয়ে, প্রচার শেষ করেছিলেন তাঁরা। আট-দশ জন দাঁড়িয়ে কথা বলছিলেন একটি জায়গায়। অভিযোগ, আচমকাই মুখে কাপড় বাঁধা আট জন অচেনা ব্যক্তি লাঠি নিয়ে হামলা করে তাঁদের উপর। মারধর করতে থাকে প্রত্যেককে। এর মধ্যেই দেবলীনা মজুমদার নামে একজন মহিলার ক্যামেরা ভেঙে দেয় আক্রমণকারীরা। এরপর সবার চিৎকার–চেঁচামেচি শুনে বাকিরা পালিয়ে গেলেও একজনকে হাতে নাতে ধরা পড়ে যায়। 

শেষে আক্রান্তরাই ওই দুষ্কৃতীকে নিয়ে যাদবপুর থানায় নিয়ে যান। সে সময়ে তারা ‘জয় শ্রী রাম’ ধ্বনি দিচ্ছিল বলে পুলিশের কাছে জানিয়েছেন আক্রান্তরা। পুলিশ জানিয়েছে, প্রত্যেককে মারধর করা হয়। দেবলীনা মজুমদার নামের এক মহিলা, যিনি পেশায় চিত্রশিল্পী, তিনিও ছিলেন ওই দলে। তাঁর ক্যামেরা ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ। উত্তেজনা তৈরি হলে স্থানীয় মানুষজনও ছুটে আসেন, আক্রমণকারীদের মধ্যে এক জনকে ধরেও ফেলা যায়। জয় গোস্বামীর মেয়ে সোশ্যাল মিডিয়ায় ও অন্যান্য জায়গায় পরিচিত, তিনি ফেসবুকে বিষয়টি জানান পরে। তিনি লেখেন, ‘বাঘাযতীন আই ব্লক মোড়ে আমাদের পথসভা শেষ হওয়ার পরে কয়েক জন দাঁড়িয়ে চা খাচ্ছিলাম। তখন আট জন ‘এবিভিপি গুন্ডা’ জয় শ্রী রাম বলতে বলতে, মুখ বেঁধে, হাতে এক মানুষ লম্বা বাঠি নিয়ে আমাদের উপর চড়াও হয়। আমাদের কাছে প্রতিরোধের কিছু ছিল না। দু’জন হাসপাতালে ভর্তি। এক জনকে ধরতে পারি, তাকে যাদবপুর থানায় নিয়ে আসে পুলিশ। এফআইআর করা হয়।’