মালদা, হক জাফর ইমাম: রাত পোহালেই জামাইষষ্ঠীর আর জামাইষষ্ঠী মানেই জামাইয়ের পাতে ইলিশ মাছ। বাঙালির উৎসব জামাইষষ্ঠী এক বছর অপেক্ষা করে থাকার পর জামাইদের মহা আদর আপ্যায়নের চেষ্টা করেন শ্বশুর বাড়ির লোক জনেরা।এই কারনে এই দিন টা উৎসবমুখর জামাইষষ্ঠীর নামেই পরিচিত।নতুন কিংবা পুরাতন যেই জামাই হোক না কেন আদর আপ্যায়ন কোন ত্রুটি রাখার চেষ্টা করেন না শ্বশুর বাড়ির লোকজনেরা । নতুন বস্ত্র থেকে শুরু করে খাওয়া-দাওয়া সব কিছুতেই ভরপুর করে তোলার চেষ্টা করেন জামাইকে। আর জামাইয়ের পাতে বিভিন্ন ধরনের মাছ তার মধ্যে অবশ্যই ইলিশ মাছ মাংস মিষ্টান্ন সহ আপ্যায়ন করার চেষ্টা চলে।শ্বশুরমশাইয়ের পকেট গড়ের মাঠ হলেও জামাইয়ের জন্য রুই, কাতলা, ইলিশ, চিতল, আর,মাছ এদের মধ্যে অন্তত দুটি মাছের পদ জামাই এর জন্য করতেই হবে প্রতিজ্ঞাবদ্ধ শাশুড়ি মা। মালদা জেলার চিত্তরঞ্জন কমার্শিয়াল মাছ বাজারে আগামী কাল জামাই ষষ্ঠী থাকলেও শ্বশুরমশাই আজ সামান্য সস্তা পেয়ে যান তার জন্য মাছের বাজারে ভিড় জমিয়েছে।
বর্তমানে ছোট ইলিশ ৭০০ থেকে ৮০০ এবং বড় ইলিশ বারোশো থেকে দুইহাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে।বাজার করতে আসা এক শ্বশুর মশায় জানান ইলিশ এখন দুর্লভ আর এই দুর্লভ মাছটি কে না চায় তার জামাই রাজার পাতে না দিতে কষ্ট হলেও চেষ্টা করছি ইলিশ কেনার। কষ্ট হল একদিনের জামাই রাজা কে খুশি করতে যত দামি হোক না কেন বাজারে সেরা মাছ পাতে দিতে চায় ।