কলকাতা

রোজভ্যালি-কান্ডে সিবিআইয়ের কাছে সময় চাইলেন রাজীব কুমার

কলকাতা: সারদা মামলার পর রোজভ্যালি কান্ডেও বিপাকে এডিজি সিআইডি রাজীব কুমার। সোমবারের হাজিরা এড়িয়ে এবার সিবিআইয়ের কাছে সময় চাইলেন রাজীব। এমনটাই সিবিআই সূত্রে খবর। রবিবার রোজভ্যালি-কাণ্ডে পার্ক স্ট্রিটের রাজীব কুমারের সরকারি বাসভবনে হাজিরার জন্য নোটিস দিয়েছে সিবিআই। সেই নোটিসে তাকে আজ সোমবার সল্টলেক সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার সিবিআই দফতরে আসেননি রাজীব কুমার। সূত্রের খবর, রোজভ্যালি-কাণ্ডে নোটিস পাওয়ার পরই প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তিনি সময় চেয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে, তিনি ৩০ তারিখ পর্যন্ত ছুটিতে রয়েছেন। যদিও এর আগে রাজ্য সরকার জানিয়েছিল যে, এডিজি সিআইডি রাজীব কুমার ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ছুটিতে রয়েছেন।