করোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে। মানুষ যাতে জমায়েত না করেন বা রাস্তায় ঘোরাঘুরি থেকে বিরত থাকে, তার জন্য রাজ্য প্রশাসন ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নিয়েছে। এই অবস্থায় হাওড়া জেলা পুলিস সক্রিয় হয়ে বিতর্কের মধ্যে পড়ল। পুলিসের লাঠির আঘাতে এক যুবকের মৃত্যুর অভিযোগ। মৃতের নাম লাল স্বামী (৩২)। যা ঘিরে বুধবার রাতে চরম উত্তেজনা ছড়িয়েছে হাওড়ার সাঁকরাইল এলাকায়। যদিও পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, লালচাঁদ জড়িবুটি বিক্রি করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদ্রোগে ভুগছিলেন। এ দিন রাত ৮টা নাগাদ আরও কয়েক জনের সঙ্গে তিনি রাস্তায় দাঁড়িয়ে গল্প করছিলেন। খবর পেয়ে ভিড় হটাতে পুলিশ আসে। পুলিশ লাঠি হাতে এগোতেই ভিড় সরে যায়। তার পরেই লালচাঁদকে অসুস্থ অবস্থায় পরিবারের লোকজন হাজি এস টি মল্লিক গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এলাকায় এ খবর পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। হাওড়ার পুলিশ কমিশনারের দাবি, ”লালচাঁদ বাড়ির শৌচাগারে পড়ে গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সকেরা মৃত ঘোষণা করেন। চিকিত্সকেরা জানান, তাঁর দেহে কোনও আঘাতের চিহ্ন মেলেনি। কিছু লোক এটিকে পুলিশের লাঠির আঘাতে মৃত্যু বলে যে অভিযোগ করছেন, তা ঠিক নয়।”