কলকাতা

সংগীত মেলার মঞ্চ থেকে সংহতির বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতাঃ ৮ দিন ব্যাপী বাংলা সংগীত মেলা ও বিশ্ববাংলা লোকসংস্কৃতি উৎসবের শুভ সূচনা হল। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে যার শুরুটা করলেন সন্ধ্যা মুখোপাধ্যায়। আর নজরুল মঞ্চে সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে বসেছিল চাঁদের হাট । বাংলা সংগীত জগতের প্রায় সকলকেই দেখা গেছে এই মঞ্চে । কুমার শানু, অভিজিত, উষা উত্থুপ সহ একাধিক নামী শিল্পীকে সংগীত সম্মান ও মহাসম্মানে ভূষিত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । অনুষ্ঠানের বাড়তি পাওনা ছিল বাদ প্রতিম শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান । মুখ্যমন্ত্রীর অনুরোধে গেয়ে শোনান তিনি । তিনি শেষ করতেই পণ্ডিত অজয় চক্রবর্তী ও উস্তাদ রশিদ খানের সঙ্গে গলা মেলান কৌশিকি চক্রবর্তী । মঞ্চ

মাতান অভিজিত, কুমার শানু, জিৎ গাঙ্গুলিরাও । রাজ্য সরকারের তরফ থেকে সংগীত মহাসম্মান দেওয়া হয় শিল্পী গৌতম ঘোষ, পরীক্ষাত বালা, জয়া বিশ্বাস এবং কৌশিকি চক্রবর্তীকে । বিশেষ সংগীত মহাসম্মান পান জিৎ গাঙ্গুলি, অভিজিত ভট্টাচার্য, কুমার শানু এবং উষা উত্থুপ । একই সঙ্গে সংগীত সম্মান পান ওস্তাদ রসিদ খান, শ্রীকুমার চট্টোপাধ্যায়, মিতা চ্যাটার্জি, মধুরিমা দত্তচৌধুরি সহ মোট ১৮ জন সংগীত শিল্পী । প্রত্যেকের গলায় উত্তরীয় পরিয়ে বরণ করে হাতে মেমেন্টো তুলে দেন মুখ্যমন্ত্রী । এদিন মুখ্যমন্ত্রী বলেন, “তবলা, সেতার, হারমোনিয়াম, শরদ সহ সব বাদ্যযন্ত্র নিয়ে সংহতি রয়েছে । এ সংগীতের সংহতি । মানুষে মানুষে যেমন বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ একসঙ্গে একতা সংহতি তৈরি হয় । তেমন সমস্ত সংগীতকে নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, আমাদের চিন্তা ভাবনা নিয়ে সংহতি তৈরি হয় । আজকের এই সংগীতের মঞ্চ মহামঞ্চ হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ।”