এনপিআর নিয়ে কেন্দ্রের ডাকা বৈঠক বয়কট মমতার
রাজ্যে সিএএ, এনআরসি ও এনপিআর হতে দেবেন না বলে আগেই হুঙ্কার দিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী। এবার কেন্দ্রের ডাকা এনপিআর সংক্রান্ত বৈঠকে যাবেন না বলে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ধর্মতলায় টিএমসিপির ধরনা মঞ্চ থেকে তাঁর ঘোষণা, আগামী ১৭ জানুয়ারি কেন্দ্রের ডাকা বৈঠকে অন্যান্য রাজ্যগুলির প্রতিনিধিরা গেলেও তিনি যাবেন না। এমনকি কোনও প্রতিনিধিও পাঠাবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। তাঁর কথায়, ১৭ তারিখ NPR নিয়ে বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। ওই বৈঠকে যোগ দেবে না বাংলার সরকার। সরকার ভেঙে দিলে দিক, আমি যাব না।