কলকাতা

রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে পিলারে ধাক্কা বাসের, জখম ১২ যাত্রী

আজ সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেসরকারি বাস মেট্রোর পিলারে ধাক্কা মারে। সল্টলেকের সেন্ট্রাল পার্কের মেইন গেটের উল্টো দিকে দুর্ঘটনাটি ঘটে। করুনাময়ী থেকে হাওড়া গামী ২১৫এ/১ রুটের একটি বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পরে। এই ঘটনায় বাসের ১২ জন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জনকে বিধাননগর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দুর্ঘটনাগ্রস্ত বাসটি অন্য একটি বাসের সঙ্গে রেষারেষি করছিল। রেষারেষি করতে গিয়েই বাসটি দুর্ঘটনা ঘটিয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মেট্রোর একটি পিলারে গিয়ে ধাক্কা মারে। এরপরই ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়।