
বেলুড় রামকৃষ্ণ মঠে সাড়ম্বরে পালিত হল শ্রীশ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের ১৮৫তম জন্মমহোত্সব। এই উপলক্ষে রবিবার সকাল থেকে বেলুড় মঠে লক্ষ ভক্তের সমাগম ঘটে। ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মতিথি উত্সবের সমাপ্তি অনুষ্ঠান ‘সাধারণ’ উত্সব হিসেবেই এদিন সাড়ম্বরে পালিত হয় বেলুড় মঠে। বছরের এই একটি দিন অর্থাত্ সাধারণ উত্সবের দিন ছোট বড় ব্যবসায়ীরা তাদের নানান পসরা নিয়ে মঠের ভিতরে বসেন। সাধারণের সাহায্যের মধ্যে দিয়েই ঠাকুরের উত্সব পালন করার প্রথা মেনেই চলে আসছে এই উত্সব। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি বেলুড়মঠে শ্রীশ্রীরামকৃষ্ণদেবের ১৮৫তম জন্মতিথি অনুষ্ঠান পালিত হয়। বেলুড় মঠের রীতি অনুযায়ী রবিবার পালিত হয় ঠাকুরের জন্ম-মহোত্সব। এদিন বেলুড় মঠে সাধারণ উৎসবের দিন ফেরিঘাট থেকে লঞ্চ পরিষেবা চালানো হয় রাত আটটা পর্যন্ত। বেলুড় মঠে রামকৃষ্ণদেবের জন্মতিথি উৎসব পালন শুরু হয়েছে গত মঙ্গলবার থেকে। আজ ১ মার্চ, রবিবার সাধারণ উৎসবের মাধ্যমে এই পর্যায়ের সমাপ্তি হয়। ওই দিন অসংখ্য ভক্ত ও সাধারণ মানুষের ভিড় জমিয়ে ছিল বেলুড় মঠে। পুলিসের ধারণা, এদিন প্রায় ৭০ থেকে ৮০ হাজার ভক্তের সমাগম হয় বেলুড় মঠে।
ছবিঃ সুজাতা উপাধ্যায়


