দেশ

সিএএ আসলে ব্রিটিশদের আনা রাওলাট আইনের সমান: উর্মিলা মাতন্ডকর

নাগরিকত্ব সংশোধিত আইন আসলে ব্রিটিশদের আনা কুখ্যাত রাওলাট আইনের সমান। মহাত্মা গান্ধীর মৃত্যুদিবস উপলক্ষে পুনের গান্ধী ভবন থেকে সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেত্রী উর্মিলা মাতন্ডকর। তবে সেইসঙ্গেই সিএএ বিরোধিতায় বক্তব্য বলতে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সালও গুলিয়ে ফেললেন তিনি। আর তারপরই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হলেন তিনি। আসলে প্রথম বিশ্বযুদ্ধের সালকে বেমালুম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাল বলে দেন উর্মিলা। উর্মিলা মাতন্ডকর বলেন, ‘‌১৯১৯ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশরা জানত যে ভারতে অশান্তির পরিবেশ আরও বাড়বে। সেজন্যই ভারতীয়দের দমন করার জন্য দেশে রাওলাট আইন নিয়ে আসে তারা। সেই ১৯১৯ সালের আইন এবং ২০১৯ সালের সংশোধিত নাগরিকত্ব আইন ইতিহাসের পাতায় ‘কালো আইন’ হিসাবে রেকর্ড করা থাকবে।’‌ এদিকে, এভাবে বিশ্বযুদ্ধের সাল ভুল বলায় সোশ্যাল মিডিয়ায় নেটিজনদের সমালোচনার মুখে পড়েন অভিনেত্রী।‌