সিএএ নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানাল কেরল। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে ৬০টি লিখিত পিটিশন জমা পড়ে গেছে সিএএ– এর বিরুদ্ধে। বিভিন্ন এনজিও, রাজনৈতিক দল এবং সাংসদরা পিটিশন জানিয়ে প্রতিবাদ জানিয়েছেন। কিন্তু রাজ্য হিসেবে প্রথম কেরল পিটিশন জমা দিল। বাম সরকারের তরফে পিটিশনে লেখা হয়েছে, নতুন নাগরিক আইন ভারতীয় সংবিধানের ১৪, ২১ ও ২৫ নম্বর ধারাকে লঙ্ঘন করছে। একইসঙ্গে সংবিধানে উল্লিখিত নিরপেক্ষতার কথাকে অস্বীকার করছে সিএএ। সংবিধানের ১৪ নম্বর ধারায় সমান অধিকারের কথা লেখা আছে। তেমনই ২১ নম্বর ধারায় বলা আছে, কোনও ব্যাক্তির জীবন থেকে তাঁর জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে না যদি না নতুন কোনও আইন চালু হচ্ছে। ২৫ নম্বর ধারায় উল্লেখ করা আছে, প্রত্যেক ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা পাবে। সেক্ষেত্রে নতুন সংশোধিত নাগরিক আইন এসব কথাকে অস্বীকার করছে। আইনে ২০১৫ সালে আগে প্রবেশ করা কেবলমাত্র অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়া ২০১৫ সালে পাসপোর্ট আইন ও বিদেশি সংশোধনী আদেশে যে অদলবদল করা হয়েছিল, তার বৈধতা সম্পর্কেও কথা তুলল কেরল। এইসমস্ত পিটিশনের শুনানির দিন হিসেবে সুপ্রিম কোর্ট জানুয়ারির ২২ তারিখ ধার্য করেছে। শেষ শুনানির সময়ে কোনও আবেদনকারী সিএএ নিয়ে কোনও স্থগিত আদেশের আবেদন জানায়নি বলে স্বরাষ্ট্রমন্ত্রকের একটি নির্দেশিকার মাধ্যমে ১০ জানুয়ারি এই আইন দেশে লাগু হয়ে গিয়েছে।



