কলকাতাঃ বিলে রাজ্যপালের সই আটকে থাকায় বিধানসভা দু দিনের জন্য স্থগিত৷ মঙ্গলবার এমনই নজিরবিহীন ঘোষণা করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ এরপরই জবাব আসে রাজভবন থেকে৷ রাজভবন থেকে রাজ্যপাল জানান, এই অভিযোগে তথ্যগত ভুল রয়েছে৷ অত্যন্ত গুরুত্ব দিয়ে সব বিষয় দেখা হয়৷ প্রতি দফতরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত৷ সংশ্লিষ্ট দফতর থেকে সন্তোষজনক উত্তর মেলেনি৷ তাই জন্যই বিল আটকে৷ রাজভবনে আটকে রয়েছে গণপিটুনি বিল৷ ২৯ তারিখ ওই বিল রাজভবনে পাঠানো হয়৷ ৩০ তারিখ ছুটি থাকায় ১ তারিখ বিলটি হাতে পান রাজ্যপাল৷ হাউজে বিল নিয়ে কী আলোচনা, তা জানতে চান রাজ্যপাল৷ তাই আটকে গণপিটুনি প্রতিরোধ বিল৷ রাজভবনে আটকে রয়েছে আরও ৩টি বিল৷ আটকে রয়েছে তফশিলি জাতি-উপজাতি নির্যাতন প্রতিরোধ বিল, পুর আইন সংশোধনী বিল, পশ্চিমবঙ্গ লিফট এসকালেটর ও ট্র্যাভেলেটর বিল৷ এদিন স্পিকার বলেন, ‘কিছু গুরুত্বপূর্ণ বিল রাজভবনে রাজ্যপালের কাছে পাঠানো হয়েছিল, সেগুলো বিধানসভায় পৌঁছয়নি। তাই আগামী দু দিন সরকারের কোন বিজনেস নেই। তাই আগামী ২ দিন বিধানসভা স্থগিত রাখতে হচ্ছে।’