দেশ

হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি করে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানালো বায়ুসেনা

দিল্লি, গুজরাত, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হরিয়ানা, লখনউ, রাঁচি, পানাজি, তিরুবনন্তপুরম, গুয়াহাটির প্রায় প্রতিটি শহরে এদিন সকালে ফুলবর্ষণ বায়ুসেনার

নয়াদিল্লিঃ আক্রান্ত আর মৃত্যুর সংখ্যায় নিজের রেকর্ড নিজেই ভাঙছে প্রতিদিন। কিন্তু তাও রবিবার একটু অন্যভাবে দিন শুরু হল করোনা যোদ্ধাদের। সৌজন্যে ভারতের প্রতিরক্ষা বাহিনী। পুষ্পবৃষ্টি করে করোনা যোদ্ধাদের কুর্নিশ জানাচ্ছে সেনাবাহিনীর তিন শাখা। করোনা ভাইরাসের বিরুদ্ধে একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছেন ওঁরা। নিজের জীবনের তোয়াক্কা না করে, মারণ ভা‌ইরাসে আক্রান্ত মানুষদের সেবা করে যাচ্ছেন। এই চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মী সহ করোনা যোদ্ধাদের সম্মান জানানোর ব্যবস্থা করেছে ভারতীয় সেনার তিন শাখাই। আজ সকাল ১০ টা থেকেই দেশের বিভিন্ন হাসপাতালের উপর পুষ্পবৃষ্টি করছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার। হাসপাতালের বাইরে সেনাবাহিনীর ব্যান্ড বাজিয়ে হচ্ছে কুচকাওয়াজও। সম্মান প্রদর্শনে নৌবাহিনীর জাহাজগুলিতেও জ্বললো আলো। কোথাও এমআই-১৭ চপার, কোথাও সুখোই-৩০ কিংবা জাগুয়ার যুদ্ধবিমান, কোথাও আবার যুদ্ধবিমানবাহী জাহাজ আইএনএস বিক্রমাদিত্য। আকাশ থেকে ফুল ছড়িয়ে, জাহাজের ডেক আলো দিয়ে সাজিয়ে সশস্ত্র বাহিনী সম্মান জানাল করোনার বিরুদ্ধে দেশজুড়ে সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করা স্বাস্থ্যকর্মীদের। কলকাতায় এই দায়িত্ব পালন করে বারাকপুরের বায়ুসেনা ঘাঁটি। নিউ টাউনের চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এবং আলিপুরের কমান্ড হাসপাতালে করোনা মোকাবিলায় কর্মরত স্বাস্থ্যকর্মীদের কৃতজ্ঞতা জানাতে এমআই-১৭ হেলিকপ্টার থেকে ফুল ছড়ানো হয় এই দুই হাসপাতালের উপর। বাদ যায়নি দেশের অন্যান্য শহর। শ্রীনগর, দিল্লি, গুজরাত, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হরিয়ানা, লখনউ, রাঁচি, পানাজি, তিরুবনন্তপুরম, গুয়াহাটির মতো দেশের প্রায় প্রতিটি শহরে এদিন সকালে ফুলবর্ষণ করেছে বায়ুসেনা ও সেনাবাহিনীর বিমান। সন্ধেবেলায় করোনা যোদ্ধাদের সম্মান ও কৃতজ্ঞতা জানাতে মুম্বইতে লাল-সবুজ আলোতে সাজানো হয় আইএনএস বিক্রমাদিত্যের ডেক। সেই ছবিতে বার্তা ছিল, কীভাবে ঘুষি মেরে করোনা ভাইরাসকে দূরে সরিয়ে দিতে মরিয়া দেশের স্বাস্থ্যকর্মীরা।