কলকাতা

৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ মুকুল রায়ের বিরুদ্ধে, গ্রেফতার তাঁর সঙ্গী বাবান ঘোষ

ভরতীয় রেলের স্থায়ী কমিটির সদস্য পদ পাইয়ে দেওয়ার জন্য দফায় দফায় ৪০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে। তাঁর হয়ে এই টাকা তুলে দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতার প্রভাবশালী বিজেপি নেতা বাবান ঘোষের হাতে। সরশুনা থানায় এই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা সন্তু গাঙ্গুলি। অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ ধরে জিঙ্গাসাবাদের জন্য নিয়ে আসা হয় বাবান ঘোষকে। রাতভর জেরার পর সকাল সাড়ে ৯ টার পর তাঁকে গ্রেফতার করা হয়। বাবান ঘোষ বিজেপি জনতা মজদুর ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি। পাশপাশি টলিউডে চালু হওয়া বিজেপি সংগঠনের সভাপতি। মুকুল রায়ের ঘনিষ্ঠ এই নেতা টাকা নেওয়ার কথা কবুল করেছেন বলে পুলিশের দাবি। সন্তু গাঙ্গুলির দায়ের করা এফআইআর-এর ভিত্তিতে বাবানকে গ্রেফতার করার পাশপাশি একই ধারায় মুকুল রায়ের বিরুদ্ধেও চার্জ গঠন করা হবে বলে পুলিশ সূত্রে খবর।