জেলা

৪৮ ঘণ্টার মধ্যেই অবস্থান বদল, কাঁচড়াপাড়া পুরসভা পুনর্দখল তৃণমূলের

৪৮ ঘণ্টার মধ্যেই অবস্থান বদল, কাঁচড়াপাড়া পুরসভা পুনর্দখল নিশ্চিত করল তৃণমূল। আজ আরও ৯ জন কাউন্সিলর বিজেপি সঙ্গ ত্যাগ করে ফের তৃণমূলের ‘ঘরে’ ফিরছেন। সেই দলে রয়েছেন কাঁচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান সুদামা রায় ও ভাইস চেয়ারম্যানও। আজই ফের তৃণমূলে যোগ দিচ্ছেন তাঁরা। কাঁচড়াপাড়া পুরসভায় মোট আসন ২৪। তার মধ্যে একজন সিপিএম ও একজন নির্দল কাউন্সিলর। বাকি ২২ জন তৃণমূলের কাউন্সিলর ছিলেন। কিন্তু লোকসভা ভোটের ফল বেরনোর পর শুভ্রাংশু রায় বিজেপিতে যোগদান করলে, সেই ২২ জনের মধ্যে ১৭ জনই তাঁর সঙ্গে দিল্লি যান। এরপরই কাঁচড়াপাড়া পুরবোর্ড ঘিরে আশঙ্কা দানা বাঁধে। কিন্তু এখন কাঁচড়াপাড়ায় আবার ‘ঘর বাপসি’ দলত্যাগী সেই কাউন্সিলরদের। আগেই ৫ জন কাউন্সিলর তৃণমূলে ফেরত এসেছেন। আজ ফিরছেন আরও ৯ জন। অর্থাৎ যে ১৭ জন কাউন্সিলর শুভ্রাংশু রায়ের সঙ্গে দিল্লিতে গিয়েছিলেন, তারমধ্যে ১৪ জনই ফেরত আসছেন তৃণমূল। এখন ৫ জন কাউন্সিলর এখানেই ছিলেন। ‘ঘরে’ ফিরছেন আরও ১৪ জন কাউন্সিলর। ফলে কাঁচড়াপাড়া পুরসভায় তৃণমূলের মোট কাউন্সিলর সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে ১৯। ফলে ২৪ সদস্যের কাঁচড়াপাড়া পুর বোর্ড দখল নিশ্চিত করে নিল তৃণমূল।