কলকাতা

আগুনের ফুলকি, বন্ধ হল মেট্রো চলাচল

ফের মেট্রোয় আগুন আতঙ্ক।  রবীন্দ্রসদন স্টেশনে মেট্রোতে আগুনের ফুলকি দেখা যাওয়ায় সঙ্গে সঙ্গে বন্ধ করা হল মেট্রো পরিষেবা। থার্ড লাইনে আগুনের ফুলকি দেখা যায় বলে জানা গিয়েছে। এই মুহূর্তে রবীন্দ্র সদন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে মেট্রো রেকটি। কেন আগুনের ফুলকি দেখা গেল, তা খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, ১২টা ৩০ নাগাদ ঘটনাটি ঘটে। ময়দান থেকে দমদমগামী রেকটি রবীন্দ্র সদনে আসার পর থার্ড লাইনে আগুনের ফুলকি দেখা যায়। দ্রুত যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়। রবীন্দ্র সদন স্টেশনে পৌঁছেছে দমকলও।