কলকাতা

‘আপনার নাম বলতে লজ্জা লাগে’, দিলীপের গুলি করার মন্তব্যে পালটা মমতা

এটা উত্তরপ্রদেশ নয়, এটা বাংলা, গুলি চললে প্ররোচনাকারীরাই দায়ি থাকবে : মুখ্যমন্ত্রী

কলকাতাঃ আজ সন্ধ্যায় ফের ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধর্নামঞ্চে হাজির হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি ফের বুঝিয়ে দিলেন, তিনি মোদি এবং বিজেপি-বিরোধিতা থেকে একচুলও সরে আসেননি। সোমবার সেখানে গিয়ে, একইদিনে জোড়া অস্ত্রে বিজেপিকে বিঁধেছেন মমতা। প্রথমত, দিলীপ ঘোষের গুলি মন্তব্যের জন্য তাঁকে তীব্র কটাক্ষে বিঁধেছেন। তিনি বলেন, “এটা উত্তরপ্রদেশ নয় বাংলা। এখানে আন্দোলনের ভাষা অন্য। হিংসা বা গুলি চালানোর জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছে । যদি রাজ্যে এরকম কিছু ঘটে, তাহলে দায়ি থাকবে প্ররোচনাকারীরাই ।” তিনি এও বলেন, “আপনার নাম বলতে লজ্জা লাগে। নেতা হয়ে গুলি করার কথা বলেন! আপনি বলছেন গুলি করে মারতে। এটাই তো চাইছে, কিছু হলে তো দায়িত্ব নিতে হবে না।”  দ্বিতীয়ত, সংশোধিত নাগরিকত্ব আইন ইস্যুতে একই সঙ্গে বাম-কংগ্রেস এবং বিজেপিকে আক্রমণ করেছেন। সেখানে অবস্থানরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে, তিনি বাম ও কংগ্রেসপন্থী ছাত্রদেরও কটাক্ষে বিঁধেছেন। মমতার অভিযোগ, কিছু মানুষ শুধু সংবাদমাধ্যমে নাম তোলার জন্য সিএএ বিরোধী আন্দোলনে হিংসা ছড়াচ্ছে। বাস-ট্রেনে আগুন জ্বালাচ্ছে। তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের হিংসা থেকে দূরে থেকে মানুষের হয়ে কাজ করার পরামর্শ দেন মমতা।