কলকাতা

উপ-নির্বাচনের প্রস্তুতিতে ভিডিও কনফারেন্স

কোনও রকম অশান্তি উপনির্বাচনে বরদাস্ত করা হবে না। আজ পশ্চিম মেদিনীপুর, নদিয়া ও উত্তর দিনাজপুরের জেলা প্রশাসনকে একথা স্পষ্টভাবে জানিয়ে দিল নির্বাচন কমিশন । পাশাপাশি নেওয়া হল নির্বাচনের প্রস্তুতির খতিয়ান। আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে ভিডিও কনফারেন্স হয় । ভিডিও কনফারেন্সে ছিলেন রাজ্যের এডিজি আইন-শৃঙ্খলা জ্ঞানবন্ত সিং ও অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিকরা । কালিয়াগঞ্জ, করিমগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে ২৫ নভেম্বর উপনির্বাচন । এজন্য উত্তর দিনাজপুর, নদিয়া ও পশ্চিম মেদিনীপুর জেলার নির্বাচনী আধিকারিক এবং পুলিশ সুপারদের সঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক ভিডিও কনফারেন্স করেন । নির্বাচন প্রস্তুতি কেমন হয়েছে তা জানতে চান । বুথগুলির অবস্থা কী, ভোটকর্মীদের সব ধরনের ট্রেনিং হয়ে গেছে কি না, অ্যাপ ঠিকমত কাজ করছে কি না, সেই সব বিষয়েও জানতে চান মুখ্য নির্বাচনী আধিকারিক । জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এমনি ব্যক্তিদের গ্রেপ্তারের উপর জোর দেওয়া হয় । সূত্র জানাচ্ছে, তিন বিধানসভা এলাকায় কয়েকশো ব্য়ক্তির বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে । তাদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিস। তিন বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ১৫ কম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হবে বলে আগেই জানিয়েছিল কমিশন । এই হিসেবে সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হচ্ছে না । সে ক্ষেত্রে বুথগুলির নিরাপত্তায় কী কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে কথা হয়েছে ভিডিয়ো কনফারেন্সে । এছাড়া ঠিক হয়েছে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং লাঠিধারী পুলিশও থাকবে বুথে । ভিডিও কনফারেন্সে আজ পুলিশ সুপারদের বলা হয়েছে, নির্বাচনে নিরাপত্তায় নির্দিষ্ট পরিকল্পনা করতে। উপনির্বাচনে কোনও অশান্তি বরদাস্ত করা হবে না।