কলকাতা: বড়সড় স্বস্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের জন্য়৷ ‘গুমনামী’ ছবিটিকে ক্লিনচিট দিল কলকাতা হাইকোর্ট৷ এর ফলে ফিল্ম রিলিজে আর কোনো বাধা রইল না৷বিচারপতি বিশ্বনাথ সমাদ্দার মামলাকারীর আবেদন খারিজ করে দিয়েছেন। বুধবার বিচারপতি বলেন যেখানে নেতাজী কিভাবে মারা গেছিলেন সেই ইতিহাস কারো জানা নেই, তাহলে কিভাবে তা বিকৃত করা হচ্ছে বলা যায়?এদিন বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় সেন্সর বোর্ডের ছাড়পত্র মিলেছে৷ মামলাকারী নিজে গবেষণা করছেন৷ তাঁর আগ্রহ থাকলেও, জনস্বার্থ মামলার দাবি ধোপে টেঁকেনা।এই ছবি নিয়ে একের পরে এক বিতর্ক তৈরি হয়েছে। সৃজিতের বিরুদ্ধে নেতাজির জীবন ও কাজকে অবমাননা করার অভিযোগ এসেছে বসু পরিবারের কয়েকজন সদস্য়ের তরফ থেকে।