গুরুতর অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা ইরফান খান। তাঁকে ভর্তি করা হল মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। বর্তমানে এই হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন তিনি। বহুদিন ধরেই ব্রেনে টিউমার নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছিলেন ইরফান। এদিন তাঁর শারীরিক অবস্থা বেশ কিছুটা অবনতি হওয়াতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। গত দু’দিন আগেই তাঁর মায়ের মৃত্যু হয়েছে। সেই শোক থেকেই এই অসুস্থতা কিনা তা এখনও পরিস্কার নয়।
