দেশ

জম্মু-কাশ্মীরে আরও ৮ হাজার আধাসেনা

জম্মু-কাশ্মীরঃ গতকাল যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা-সহ গোয়েন্দাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।‌ তারপর প্রধানমন্ত্রী সোমবার বৈঠকের কথা জানিয়ে দেন সেই রবিবারই। আর রাত পোহাতেই সোমবার সকালে ৩৭০ ধারা বাতিল হয়ে গেল। ঠিক তার পরপরই জম্মু-কাশ্মীরে ৮০০০ আধাসেনা মোতায়েন করা হল বলে সূত্রের খবর।
দেশের বিভিন্ন জায়গায় পোস্টিং থাকা আধাসেনা একেবারে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। বায়ুসেনার সি-১৭ মালবাহী বিমানে ওই সংখ্যক সেনা আনা হচ্ছে উপত্যকায়। । সতর্ক থাকতে বলা হয়েছে সেনা ও বায়ুসেনাকে। কাশ্মীর জুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা। পুলিশ অফিসারদের দেওয়া হয়েছে স্যাটেলাইট ফোন। সমস্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বাড়ানো হয়েছে নিরাপত্তা। সোমবার ভোর থেকেই গোটা রাজ্যে মানুষজনের চলাচলের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। শ্রীনগরে জারি হয়েছে ১৪৪ ধারা। বন্ধ করা হয়েছে সব স্কুল-কলেজ। নিষিদ্ধ করা হয়েছে মিটিং-মিছিল। প্রসঙ্গত,  আজই জম্মু-কাশ্মীরের জন্য সাংবিধানিক বিশেষ মর্যাদা ৩৭০ ধারা বাতিল করার পাশাপাশি ৩৫এ ধারাও বাতিল করা হয়েছে।

ফাইল চিত্র।