হক জাফর ইমাম,মালদা :ঝুমুর হীরা স্মৃতি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের ১ম বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মালদা টাউন হলের সভা কক্ষে। মালদা টাউন হল সভা কক্ষে উপচে পড়েছিল লাল হলুদ শাড়ি পরিহিত খুদেদের ভিড়। তাদের আগলে রেখেছেন মা-বাবারা। চোখে-মুখে আনন্দের সাথে কিছুটা ভয় পাচ্ছিলেন তারা। কারণ তারা এই প্রথম স্টেজ শো করতে চলেছেন। ছোট ছোট মেয়েরা নাচলো গাইলো এবং দর্শকদের প্রশংসাও পেল। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেছেন ঝুমুর হীরা স্মৃতি নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের নৃত্য শিক্ষিকা শুভশ্রী দাস। এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা মালদা জেলা পরিষদের মেন্টর কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শক্তিপদ পাত্র, নৃত্য শিক্ষিকা সুজাতা ঘোষ প্রমূখ। এই দিনের অনুষ্ঠান সম্পর্কে সংস্থার নৃত্য শিক্ষিকা শুভশ্রী দাস জানান শহরের মিশন ঘাট এলাকায় লালিত-পালিত এই খুদেদের প্রতিভা আমি টের পাই বছর দুয়েক আগে। আমি বুঝতে পারি তারা সঠিক প্রশিক্ষণ পেলে নিত্য শিল্পী এই ক্ষুদে রাই একদিন বড় জায়গায় পৌঁছাবে। কিন্তু তাদের মা-বাবার এই খুদেদের নাচের প্রশিক্ষণ দেওয়ার জন্য অর্থ ব্যয় করার সমর্থ নেই। আমি তখনই ঠিক করি এই সমস্ত শিশুদের নিখরচায় প্রশিক্ষণ দেবো। তাদের নিয়েই একটি নৃত্য স্কুল তৈরি করি। গত এক বছরে এই খুদেরা কি প্রশিক্ষণ পেয়েছে তার জন্য আমাদের আজকের অনুষ্ঠান। আমার এই মক্ত কাজে সাহায্য করেছেন হিন্দোল নামক সাংস্কৃতি সংস্থা।