বিনোদন

ট্রেলারেই বাজিমাত ‘তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর

অপেক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেল ওম রাউত পরিচালিত ‘তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’-এর ট্রেলার। ৩ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলার দর্শকদের ইতিহাসে ফিরিয়ে নিয়ে গিয়েছে। মুঘল সাম্রাজ্যের উপর অতর্কিতে মারাঠা শক্তির হামলাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে। মারাঠা সাম্রাজ্যের দাপট ও ঐতিহ্যেক কাহিনি তুলে ধরা হয়েছে ছবিতে। ট্রেলারে সংলাপ, যুদ্ধের দৃশ্য ও ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষভাবে প্রশংসার দাবি রাখে। মারাঠী যোদ্ধা লেজেন্ডারি তানহাজি মালুসরের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেই চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। এই ছবি অজয়ের শততম ফিল্ম।  মাতৃভূমি এবং ছত্রপতি শিবাজির সম্মান রক্ষার জন্য উদয়ভানের বিপরীতে হাজির হন তানাজি। খলনায়ক উদয়ভানের চরিত্রে নজর কাড়লেন সইফ আলি খান। শিকারের উপর সইফের শ্যেন দৃষ্টি ইতিমধ্যেই প্রশংসা পেতে শুরু করেছে দর্শকদের কাছে। রক্তক্ষয়ী ওই সংগ্রামের শেষে কে জয়ী হবেন সেই উত্তর পেতে হলে অপেক্ষা করতে হবে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত। কারণ ২০২০ সালের ১০ জানুয়ারি 3D-তে মুক্তি পাবে ‘তনহাজি-দ্য আনসাঙ্গ ওয়ারিয়ার’।  তানাজির স্ত্রী সাবিত্রীবাঈ-এর ভূমিকায় দেখা যাবে কাজলকে। পাশাপাশি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় দেখা যাচ্ছে লিউক কেনিকে। ঘোষণা হওয়ার পর থেকেই এই ছবি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছে। আগেই বিভিন্ন চরিত্রের পোস্টার প্রকাশ করেছিলেন অজয়। শুরু করেছিলেন ফিল্মের ট্রেলর মুক্তির কাউন্টডাউন। সোমবার তিনি প্রকাশ করেন এই ছবিতে তাঁর স্ত্রী কাজলের ফার্স্ট লুক। মঙ্গলবার আরও একটি নতুন পোস্টার পোস্ট করে ঘোষণা করেন ট্রেলার মুক্তির সময়। তাঁর অ্যাম্বিশাস প্রজেক্ট নিয়ে এ ভাবেই উত্‍‌সাহ বাড়িয়েছেন অজয়। সেই উত্‍‌সাহও আরও কয়েক গুণ বেড়েছে ট্রেলার মুক্তি পাওয়ার পর। সোমবার বি-টাউনের বন্ধুবান্ধবদের জন্য মুম্বইয়ে এই ফিল্মের একটি বিশেষ প্রিভিউয়ের আয়োজন করেছিলেন অজয় দেবগণ। সেখানে উপস্থিত ছিলেন চিত্রনির্মাতা সঞ্জয় লীলা বনসালি-সহ চলচ্চিত্র জগতের অন্যান্য তারকারা।