কলকাতা: পুজো শেষ হতেই ফের তৎপর সিবিআই৷ আরও একবার জেরা করা হল নারদকর্তা ম্যাথু স্যামুয়েলকে৷ এবার তার আইফোনের পাসওয়ার্ড হাতে পেতে চায় সিবিআই৷ এমনটাই সূত্রের খবর৷বুধবার দুপুরে নিজাম প্যালেসে আসেন নারদকর্তা ম্যাথু স্যামুয়েল৷ তাকে প্রায় দু’ঘন্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই৷ যদিও এদিন সিবিআইয়ের মুখোমুখি হওয়ার আগে ম্যাথু স্যামুয়েল জানান, আমার কাছ থেকে সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা আমার আইফোনের পাসওয়ার্ড চেয়েছিল৷ আমি তাদের বলেছি ওটা আমার একদমই ব্যক্তিগত৷ তবে তদন্তের স্বার্থে এর আগে তদন্তকারীদের সামনেই আমি আমার আইফোন চালু করে দিয়েছি৷ প্রয়োজনে যতবার বলবে আমার আইফোন চালু করে দেব৷ কিন্তু তার পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপত্তি আছে৷তাছাড়া নারদ স্ট্রিং অপারেশনের দ্বিতীয় ফুটেজ নিয়ে যে জল্পনা হয়েছে ,তাও এদিন তিনি উড়িয়ে দিয়েছেন৷ এবং বলেন, স্ট্রিং অপারেশনের সমস্ত ফুটেজই সিবিআইয়ের হাতে তুলে দিয়েছি৷ শুধু তাই নয়, সিবিআইয়ের হাতে তুলে দিয়েছি আমার ইমেলগুলিও৷ পুজোর আগে আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করে সিবিআই। তারপরেই সিবিআই মুকুল রায়কে ডেকে জিজ্ঞাসাবাদও করে। এখানেই শেষ নয়, মির্জাকে সঙ্গে নিয়ে মুকুল রায়ের কলকাতার ফ্লাটেও হানা দেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। ঘটনার পুর্ননির্মান করা হয়েছছে৷ এবং নারদা কর্তা ম্যাথু স্যামুয়েলকে তলব করে সিবিআই। নারদা তদন্তের আরও গভীরে পৌঁছতে তাঁকে নোটিশ পাঠানো হয়েছিল৷ সেই নোটিস পেয়েই বুধবার সিবিআই দফতরে আসেন ম্যাথু স্যামুয়েল৷