দেশ

প্রধানমন্ত্রী মোদিকে প্রাণনাশের হুমকি দিয়ে মুম্বই পুলিশকে হোয়াটসঅ্যাপে মেসেজ!

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি দিয়ে একটি বার্তা পেয়েছে মুম্বই পুলিশ। এক কর্মকর্তা জানিয়েছেন। তদন্তে পুলিশ জানতে পেরেছে যে ফোন নম্বর থেকে মেসেজটি করা হয়েছিল, সেই নম্বরটি রাজস্থানের আজমেরের। সন্দেহভাজন ব্যক্তিকে ধরার জন্য অবিলম্বে সেখানে একটি পুলিশ দল পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, হুমকি বার্তাটি এসেছে মুম্বই পুলিশের ট্র্যাফিক পুলিশ বিভাগের হেল্পলাইন নম্বরে। হোয়াটসঅ্যাপ করে জানানো হয়েছে, দুই আইএসআই এজেন্ট বোমা বিস্ফোরণের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী মোদিকে মারার জন্য। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, যিনি বার্তাটি পাঠিয়েছেন, তাঁর মানসিক সমস্যা আছে বা মদ্যপ অবস্থায় ছিলেন। তবে ঘটনাটির বিস্তারিত জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।