দেশ

ফের সোপিয়ানে জঙ্গি হানা, খতম ২ জঙ্গি

জম্মু-কাশ্মীরঃ পুলওয়ামার আরিহলে ভারতীয় সেনার গাড়িতে IED বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ফের সোপিয়ানে জঙ্গি হানা । ধরমদোরায় নিরাপত্তাবাহিনী-জঙ্গি গুলির লড়াইয়ে সাতসকালেই উত্তপ্ত দক্ষিণ কাশ্মীর । সোপিয়ানের পানজিরে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে খতম হয়েছে ২ জঙ্গি।