কলকাতা

বাংলায় শর্ত সাপেক্ষে কিছু এলাকায় শুরু বাস পরিষেবা

আজ থেকে শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। সীমিত সংখ্যক যাত্রী নিয়ে বাস পরিষেবায় ছাড় দিয়েছে রাজ্য সরকার। ফলে এদিন সকাল থেকেই জন আধিক্য লক্ষ্য করা গিয়েছে শহরের রাস্তায়। সরকারের তরফ এ বাস পরিষেবা ছাড় দেওয়া হলেও তাতে যোগ করা হয়েছে শর্তাবলী। সামাজিক দূরত্ব বজায় রেখে মাত্র ২০ জন যাত্রী নিয়ে বাস চলতে পারবে, এমন নির্দেশিকায় ইতিমধ্যেই রাস্তায় বাস নামাতে আপত্তি জানিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন। সরকারি বাস রাস্তায় চললেও প্রতি ঘন্টায় একটি বেশি দেখা মিলছে না, ফলে লক ডাউন পরিস্থিতিতেও বাসস্টপগুলিতে বছরের অন্যান্য সময়ের ব্যস্ত দিনগুলির মতোই দেখা যাচ্ছে সাধারণ মানুষের জমায়েত। অনেকক্ষেত্রে আবার প্রশাসনিক গাফিলতির সুযোগ নিয়ে নির্দেশিকা ভঙ্গ করেই অতিরিক্ত যাত্রী তুলছে বাস গুলি। সোমবার গড়িয়াহাট মোড়ে দেখা গেল বাস গুলিতে অন্ততপক্ষে ৪০ জনেরও বেশি যাত্রী রয়েছেন। খবর পেয়ে গড়িয়াহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়। কাজে যাবার অনুমতি থাকলেও বাসে ওঠার অনুমতি নেই, ঘটনায় যাত্রীদের মধ্যে রীতিমতো ক্ষোভ ছড়ায়। অন্যদিকে বাস চলাচলের বিষয়ে সরকারি নির্দেশ নিয়েও বিভিন্ন মহলে দেখা গিয়েছে ক্ষোভ।