কলকাতা

বিক্ষোভের আবহেই কলকাতায় মোদি, চূড়ান্ত হল সফরসূচি

অবশেষে চূড়ান্ত হল কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসূচি। দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম কলকাতা সফর। এ দফায় প্রধানমন্ত্রীর প্রধান কর্মসূচি রবিবার কলকাতা বন্দরের দেড়শো বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন। বন্দরের মুখ্য জনসংযোগ আধিকারিক সঞ্জয় মুখোপাধ্যায় মঙ্গলবার রাতে জানান, শনিবার দুপুরের পর শহরে আসছেন প্রধানমন্ত্রী। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ প্রধানমন্ত্রী যাবেন অফিসপাড়ায় ওল্ড কারেন্সি বিল্ডিংয়ে। সেখানে কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রকের পেন্টিং মিউজিয়ামের উদ্বোধন করবেন। তার পর যাবেন মিলেনিয়াম পার্ক। আধ ঘণ্টার অনুষ্ঠান সেখানে। মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া ব্রিজের লাইট অ্যান্ড সাউন্ড ব্যবস্থারও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে যাবেন বেলুড় মঠ। পর দিন রবিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত থাকবেন নেতাজি ইন্ডোরে বন্দরের দেড়শো বছর পূর্তির অনুষ্ঠানে। বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা করে সেখান থেকেই দিল্লির উদ্দেশে রওনা হয়ে যাবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী সফর সূচি

🔴১১ -০১- ২০১৯ (শনিবার)
৫:oo দমদম বিমানবন্দরে
৫:৪৫ ওল্ড কারেনসি ভবন
৭:oo লাইট এন্ড সাউন্ড
৭:৪৫ বেলুর মঠ
৮:৩০ রাজভবন 🔴১২-০১- ২০১৯ (ববিবার)
১১:oo নেতাজি ইনডোর স্টেডিয়ামে
১২:৪৫ দমদম বিমানবন্দরে